ঢাকা, সোমবার, ২৬ কার্তিক ১৪৩১, ১১ নভেম্বর ২০২৪, ০৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

বইমেলা

লিটল ম্যাগ চত্বরের স্থান পরিবর্তন, ফিরছে আগের স্থানে

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
লিটল ম্যাগ চত্বরের স্থান পরিবর্তন, ফিরছে আগের স্থানে ছবি: দেলোয়ার হোসেন বাদল

বইমেলা থেকে: বইমেলায় পরিবর্তন করা হলো লিটল ম্যাগ চত্বরের স্থান। এবছর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের গেটের দিকে রাখা হয়েছিল লিটল ম্যাগ চত্বর।

তবে অধিকাংশ লিটল ম্যাগ স্টল মালিকদের দাবির কারণে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত চত্বরের পাশে আগের স্থানে সরিয়ে আনা হচ্ছে শেষ পর্যন্ত।

রোববার (২১ মার্চ) এ প্রসঙ্গে কবি ওবায়েদ আকাশ বলেন, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের গেটের কাছে যেখানে ছিল সেটা ভালো জায়গা। তবে নতুন প্রবেশপথ হওয়ায় এদিকটায় মানুষের চলাচল কম। ফলে লিটল ম্যাগ চত্বরে একটা দিনও কেউ আসেনি।

তিনি বলেন, সবাই মনে করছেন এবারের মেলায় লিটল ম্যাগ চত্বর নেই। সে কারণে পূর্বের স্থানে ফিরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছিল। বাংলা একাডেমি কর্তৃপক্ষ তা মেনে নিয়েছে।

এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক ও বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ বলেন, অধিকাংশ লিটল ম্যাগ স্টল মালিকরা দাবি জানিয়েছিলেন লিটল ম্যাগ চত্বরের স্থান পরিবর্তনের। তাদের সেই দাবি মেনে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত চত্বরের পাশে, আগের স্থানে সরিয়ে আনা হচ্ছে লিটল ম্যাগ চত্বর।

বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, মার্চ ২১, ২০২১
এইচএমএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।