ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বইমেলা

সালাহ উদ্দিন শুভ্রর সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৪৪, ফেব্রুয়ারি ১৪, ২০২০
সালাহ উদ্দিন শুভ্রর সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’

ঢাকা: দেড়শ’ বছর পরের ঢাকা নিয়ে বইমেলায় প্রকাশ পেয়েছে সালাহ উদ্দিন শুভ্রর সায়েন্স ফিকশন ‘আলোয় অন্ধ শহর’। ২০২০ সালে সড়ক দুর্ঘটনায় নিহত এক ব্যক্তি অন্য এক ব্যক্তির শরীরে হাজির হন ২১৭১ সালে। অনাগত সেই ঢাকার চিত্রই আঁকা হয়েছে এ উপন্যাসে। 

এটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘বৈভব’। বইটির প্রচ্ছদ করেছেন শিল্পী ধ্রুব এষ।

মেলার ৭১৮ নম্বর স্টলে মেলার প্রথম দিন থেকেই পাওয়া যাচ্ছে এ বই।  

সায়েন্স ফিকশনটির ব্যাপারে সালাহ উদ্দিন শুভ্র বলেন, বইটিতে দেড় শ বছর পরের  ঢাকাকে চিত্রায়িত করতে পেরে আমি রোমঞ্চিত। সেদিনের সেই ঢাকার সঙ্গে আমাদের সময়ের একজন মানুষের পরিচয় ঘটার বিস্ময়কর ঘটনাবলী নিয়ে রচিত উপন্যাসটি।  

এটি লেখকের দ্বিতীয় উপন্যাস হলেও প্রথম সায়েন্স ফিকশন। এর আগে বেরোয় এ লেখকের রহস্যধর্মী উপন্যাস ‘গায়ে গায়ে জ্বর’, গল্পগ্রন্থ ‘মেয়েদের এমন হয়’ ও ‘মানবসঙ্গবিরল’।  

সালাহ উদ্দিন শুভ্র'র জন্ম ফেনীতে। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে প্রত্নতত্ত্বে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে আছেন সাংবাদিকতার পেশায়।  

বাংলাদেশ সময়: ০৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২০  
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।