ঢাকা, রবিবার, ২৮ বৈশাখ ১৪৩২, ১১ মে ২০২৫, ১৩ জিলকদ ১৪৪৬

বইমেলা

প্রকাশ পেয়েছে কবি শামসেত তাবরেজীর বই ‘বসা ভাতের ভৈঁরো’ 

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩:৪৬, ফেব্রুয়ারি ১০, ২০২০
প্রকাশ পেয়েছে কবি শামসেত তাবরেজীর বই ‘বসা ভাতের ভৈঁরো’ 

ঢাকা: বাংলা একাডেমির একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে শামসেত তাবরেজীর কবিতার বই ‘বসা ভাতের ভৈঁরো’। 

বইটি মেলায় এনেছে প্রকাশনা সংস্থা ‘বৈভব’। বইয়ের প্রচ্ছদ এঁকেছেন কবি নিজে।

এর গায়ের দাম ২৫০ টাকা। বইমেলায় বৈভবের ৭১৮ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি।  

বসা ভাতের ভৈঁরোতে কী ধরনের কবিতা স্থান পেয়েছে জানতে চাইলে কবি বলেন, আমি তো লেখি ভাষাসুখের অত্যাচারে। লোকজনের কথা আমার মাথার কইলজায়, মনে গেথে যায়, তাই আবার নতুন করে লেখি। কোন তত্ত্ব নাই। আর্ট ভেবেও লেখি না। নাম বা পদবীর ব্যাপারেও উৎসাহ নাই আমার। মানুষ ভাষাজীব, তে কারণে তার জীবন ছারখার। তারই একটু ছারখারতার উপশম যদি হয়, এই ভেবে লেখি। মায়ে ছাড়ে না বাপেরে, ভাষা ছাড়ে না মানুষরে। এইতো।

শামসেত তাবরেজীর প্রথম কবিতার বই ‘উদ্বাস্তু চিরকুট’। এরপর বেরোয়: আবাগাবা, আম্রকাননে মাভৈ: কলের গান, হে অনেক ভাতের হোটেল (নির্বাচিত কবিতা), অবিরাম অরেঞ্জ, দুজনেষু, মুহূর্তমা, অশ্রু মোবারক, রওজার দিকে, পিয়া পিয়া বলে ডাকি ইত্যাদি। লেখালেখি ছাড়া ছবিও আঁকেন এ কবি।  

১৯৬১ সালের ৫ এপ্রিল ঢাকায় জন্ম শামসেত তাবরেজীর। ক্লাশ ফোর-এ পড়ার সময় তদানীন্তন ‘মুকুলের মহফিল’ দিয়ে লেখালেখির শুরু তার।  

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।