ঢাকা, বৃহস্পতিবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বইমেলা

ওমর ফারুকের ‘কেউ দেখে না একলা মানুষ’ বইমেলায়

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৭
ওমর ফারুকের ‘কেউ দেখে না একলা মানুষ’ বইমেলায় কেউ দেখে না একলা মানুষ

ঢাকা: এবারের অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশ হয়েছে ওমর ফারুকের প্রথম গল্পগ্রন্থ ‘কেউ দেখে না একলা মানুষ’। 

১৫টি অনুগল্পের এ বই এনেছে কবি প্রকাশনী। এটি পাওয়া যাচ্ছে বইমেলার ১৬১ নং স্টলে।

নোয়াখালীর সুবর্ণচরের মেঠোপথ, বুনো ঘাস আর ফুল-পাখিদের সঙ্গে প্রেমিকের মতো বেড়ে ওঠা এই লেখকের জন্ম ১৯৮৭ সালে।  

প্রায় এক যুগ ধরে লিখছেন। একসময় ‘লেজারুস’ নামে নিয়মিত লিখতেন একটি জাতীয় দৈনিকের সাপ্লিমেন্টারিগুলোতে।  

ওমর ফারুকের লেখার মূল শক্তি আবেগাশ্রয়ী কাব্যিক ভাষা। মানবিক আখ্যানে চরিত্ররা হয়ে আসে চেনা মুখ হয়ে। কখনও বাবা, কখনও বুবু, বা মা। আসে বন্ধু, বউ, বৃক্ষ বা বিষণ্ণ বিকেল হয়ে। প্রেম ও প্রার্থনার এই অনুকথন তাই জীবন থেকে আলাদা হয় না। আলাদা হয় না আবেগ থেকেও।  

‘কেউ দেখে না একলা মানুষ’র প্রচ্ছদ এঁকেছেন সব্যসাচী হাজরা। অলঙ্করণ করেছেন মাসুক হেলাল। দাম রাখা হচ্ছে ১৫০ টাকা।

বাংলাদেশ সময়: ০০১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৮, ২০১৭
এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।