ঢাকা, বৃহস্পতিবার, ১০ আশ্বিন ১৪৩২, ২৫ সেপ্টেম্বর ২০২৫, ০২ রবিউস সানি ১৪৪৭

বইমেলা

আড়াই ঘণ্টা দেরিতে খুলে ১ ঘণ্টা পর বন্ধ মেলা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৪০, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আড়াই ঘণ্টা দেরিতে খুলে ১ ঘণ্টা পর বন্ধ মেলা ছবি: আনোয়ার হোসেন রানা/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বইমেলা থেকে: শিলা ও ঝড়ো বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত মেলা আড়াই ঘণ্টা দেরিতে খোলার পর একঘণ্টা চালু রেখে বন্ধ করে দিয়েছে বাংলা একাডেমি।

পানি-কাদা-গর্তের পাশাপাশি মেলার দুই প্রাঙ্গণে নেই বিদ্যুৎ সংযোগ।

এমন বেগতিক পরিস্থিতিতে ক্ষণিকের জন্য শুরু হওয়া মেলার ঝাঁপি বন্ধ হয়েছে সন্ধ্যা সাড়ে ৬টায়।

বুধবার (২৪ ফেব্রুয়ারি) মেলার ২৪তম দিন আড়াই ঘণ্টা পর বিকেল সাড়ে ৫টার দিকে প্রবেশদ্বার খোলে। তবে তা এক ঘণ্টার মধ্যেই বন্ধের সিদ্ধান্ত নিয়েছে আয়োজক সংস্থা বাংলা একাডেমি।

কতক্ষণ খোলা রাখা হবে না জেনে যারা রওয়ানা হয়েছেন মেলার উদ্দেশ্যে তারা এতে পড়েছেন বিপাকে। স্বল্প সময়ের মেলায় যারা ঢুকেছেন তারাও ঠিকমতো বই দেখতে ও কিনতে পারেননি।

আর বৃষ্টিতে ভিজে সব স্টলের মালিক খোলার উপযোগীও করতে পারেননি। সব মিলিয়ে ২৪তম দিনের মেলাকে পণ্ডই বলা যায়!

বাংলাদেশ সময়: ১৮৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৬
আইএ/এএ

** প্রতিকূল পরিস্থিতির মধ্যে খুললো বইমেলার গেট

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।