ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

বইমেলা

ফরিদপুরে অম্বিকা ময়দানে তিনদিনের বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
ফরিদপুরে অম্বিকা ময়দানে তিনদিনের বইমেলা শুরু

ফরিদপুর: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফরিদপুর জেলা প্রশাসনের আয়োজনে শহরের অম্বিকা ময়দানে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।

রোববার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফরিদপুরের জেলা প্রশাসক সরদার সরাফত আলী ও সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।



উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক ড. কামরুজ্জামান সেলিম, অতিরিক্ত পুলিশ সুপার মো. কারুজ্জামান, সরকারি রাজেন্দ্র কলেজ অধ্যক্ষ মাহাবুবুর রহমান, সারদা সুন্দরী মহিলা কলেজ অধ্যক্ষ হাসিনা বানু।

মেলায় ২০টি স্টল স্থান পেয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত স্টলগুলো খোলা থাকবে। ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে মেলা শেষ হবে।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১৬
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।