ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

বইমেলা

‘দূর নক্ষত্রের গল্প’ নিয়ে মেলায় তপন দেবনাথ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৫৯, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
‘দূর নক্ষত্রের গল্প’ নিয়ে মেলায় তপন দেবনাথ

ঢাকা: অমর একুশে বইমেলায় এসেছে যুক্তরাষ্ট্র প্রবাসী লেখক তপন দেবনাথের গল্পগ্রন্থ ‘দূর নক্ষত্রের গল্প’।

আটটি ছোট গল্প ঠাঁই পেয়েছে বইটিতে।

প্রকাশ করেছে ইত্যাদি গ্রন্থ প্রকাশ। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যান অংশে ইত্যাদি গ্রন্থ প্রকাশের ৩২৯-৩৩২ নম্বর স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

বইটি প্রসঙ্গে লেখক তপন দেবনাথ বাংলানিউজকে বলেন, মানুষের যাপিত জীবনের নানা আঙ্গিকের ঘটনাবলী ঠাঁই পেয়েছে এর গল্পগুলোয়। ‘দূর নক্ষত্রের গল্প’-এর প্রচ্ছদ করেছেন চারু পিন্টু। বইটির মূল্য ধরা হয়েছে ১২০ টাকা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৬
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।