ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

বইমেলা

বইমেলায় রণক ইকরামের অতিমানব

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৬
বইমেলায় রণক ইকরামের অতিমানব

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক সাংবাদিক রণক ইকরামের বই ‘অতিমানব’। অদ্ভুত রহস্যে ভরা ইতিহাস আশ্রয়ী এ উপন্যাসটি প্রকাশ করেছে প্রিয়মুখ প্রকাশনী।



উপন্যাসের গল্প আর্কিওলজির ছাত্র রূপমকে ঘিরে। বর্তমানের হয়েও  ঘটনাচক্রে তার গন্তব্য নির্ধারিত হয় তিন হাজার বছর আগেকার মিশরে। উদ্দেশ্য মহান মিশরীয় ফারাও রানি নেফারতিতি।

টানটান উত্তেজনায় এগিয়ে চলে উপন্যাসের গল্প। একুশে বইমেলায় অতিমানবের দেখা মিলবে প্রিয়মুখ প্রকাশনীর ১০৯ নম্বর  স্টলে।

রণক ইকরাম বর্তমানে দেশের একটি শীর্ষ দৈনিকে জ্যেষ্ঠ সহ সম্পাদক  হিসেবে কর্মরত। পাশাপাশি লিখছেন নিয়মিত। লেখকের আগে প্রকাশিত  উল্লেখযোগ্য বইগুলো হলো- অন্য মানবী [উপন্যাস], নির্জনা [গল্প], মেঘফুল  তোমার জন্য [কবিতা], ইফতি গাছের সঙ্গে কথা বলে [শিশুতোষ], ভূতুস [শিশুতোষ],  মুখোমুখি হুমায়ূন [সম্পাদনা], অভিশাপ [রহস্য], অবাক পৃথিবী ১/২ [নন ফিকশন]  ইত্যাদি।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।