ঢাকা, শনিবার, ৬ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

বইমেলা

বাংলা একাডেমিতে চলছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা

নিউজরুম এডিটর | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৬
বাংলা একাডেমিতে চলছে শিশু চিত্রাঙ্কন প্রতিযোগিতা ছবি: দীপু/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

অমর একুশে গ্রন্থমেলা থেকে: অমর একুশে গ্রন্থমেলা-২০১৬ উপলক্ষে বাংলা একাডেমির আয়োজনে শিশু-কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতা শুরু হয়েছে।

শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টায় এ প্রতিযোগিতা শুরু হয়।

প্রতিযোগিতা উপলক্ষে ছোট্ট শিশুদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে বাংলা একাডেমি প্রাঙ্গণ।

বাংলা একাডেমির উপ-পরিচালক ও প্রতিযগিতার আহ্বায়ক মিজানুর রহমান বাংলানিউজকে জানান, মোট ৩টি শাখায় (ক, খ এবং গ) অনুষ্ঠিত হচ্ছে এই আয়োজন। চলবে ২ ঘণ্টা। ‘ক’ শাখায় প্রতিযোগীর বয়স সর্বোচ্চ ৮ বছর, খ’তে ১২ এবং ‘গ’ শাখায় ১৫ বছর।

প্রতিযোগিতা শেষে সকাল ১১টা থেকে শুরু হবে গ্রন্থমেলার শিশুপ্রহর।

চিত্রাঙ্কনে প্রথম-দ্বিতীয় এবং তৃতীয় ক্যাটাগরিতে দেওয়া হবে পুরস্কার। আর অংশগ্রহণকারী সবাই স্মারক পাবেন।

এদিকে শনিবার (০৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় সাধারণ জ্ঞান ও উপস্থিত বক্তৃতার (প্রাথমিক বাছাই) আয়োজন করা হয়েছে। এছাড়া সংগীত প্রতিযোগিতা (প্রাথমিক বাছাই) ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০১৬
আইএ/এমএ

** বাংলা একাডেমির শিশু প্রতিযোগিতার ফরম বিতরণ শেষ বুধবার

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।