ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

বইমেলা

বইমেলায় কিঙ্কর আহসানের নতুন উপন্যাস ও গল্পগ্রন্থ

বইমেলা ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
বইমেলায় কিঙ্কর আহসানের নতুন উপন্যাস ও গল্পগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে তরুণ কথাসাহিত্যিক কিঙ্কর আহ্সানের নতুন দুটি বই। বর্ষাদুপুর থেকে প্রকাশিত বই দুটি হচ্ছে—উপন্যাস ‘মকবরা’ এবং গল্পগ্রন্থ ‘আলাদিন জিন্দাবাদ।

এর আগে প্রকাশিত তার—রঙিলা কিতাব, আঙ্গারধানী, কাঠের শরীর, স্বর্ণভূমি—বইগুলোর প্রকাশক ছিল জাগৃতি।

নতুন প্রকাশিত ‘মকবরা’ উপন্যাসে নবাবী আমলের উপেক্ষিত মানুষজনদের নিয়ে গল্প ফেঁদেছেন লেখক। সেই সময়ের কিছু পাগলাটে মানুষের জীবন যাপনের যে ছবি আঁকার চেষ্টা করেছেন লেখক, তাতে ইতিহাস নেই বরং আছে ইতিহাসের অংশ না হতে পারা মানুষজন।

অপর বই ‘আলাদিন জিন্দাবাদ’—শীতলপাটি বিছিয়ে কোনো এক বিষণ্ণ বিকেলে কারো কাছ থেকে শোনা ভালোবাসার, হতাশার ও আশাবাদের গল্প।

অপভ্রংশ, পাতার নৌকায় দৃশ্যপট, গুল্লি, আলপিনে কুয়াশা, দিনলিপি রাতলিপি, দেশলাই জীবন, শিরোনাম ডায়রী, জমাটি দুঃখ সুখ, রক্ত-কষ্ট-শোক, হলদে পাখি, পুরুষরা এবং নারী—এ বারোটি গল্প নিয়ে আলাদিন জিন্দাবাদ বইটি।

মেলা চলাকালীন বর্ষাদুপুরের ৫৬৩-৫৬৪ নাম্বার স্টলে বই দুটি পাওয়া যাবে। দুটি বইয়েরই বিনিময় মূল্য ২০০ টাকা করে। এছাড়া রকমারি.কম থেকে অনলাইনে অর্ডার দিয়েও সংগ্রহ করা যাবে বই দুটি।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
টিকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।