ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

বইমেলা

তালহা বিন জসিমের ‘ধুলো পায়ে হাঁটছি অনন্তকাল’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫
তালহা বিন জসিমের ‘ধুলো পায়ে হাঁটছি অনন্তকাল’

ঢাকা: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে সাংবাদিক তালহা বিন জসিমের প্রথম কবিতার বই ‘ধুলো পায়ে হাঁটছি অনন্তকাল’। প্রকাশনা সংস্থা বই কারিগর বইটি প্রকাশ করেছে।



বইটির প্রচ্ছদ করেছেন হামিদুল ইসলাম। মূল্য ১৩০ টাকা। বইমেলার সোহরাওয়ার্দী উদ্যানের মিজান পাবলিশার্সের (৩৫৮-৩৬০) স্টলে বইটি পাওয়া যাচ্ছে।

কবিতার বিষয়, প্রকরণ হিসেবে এ তরুণ কবি বেছে নিয়েছেন নিজের জীবন ও তার চারপাশ। ২০০৮ থেকে ২০১৫ সালে কবির নানা জীবনাভিজ্ঞতা উঠে এসেছে এ বইয়ে। বইয়ের ৪৩টি কবিতা যেন কবির একান্ত জীবনবোধে ভরপুর। সেই সঙ্গে অনুভূতির নানামাত্রিক সংলাপে প্রেম ও বিরহের শোকগাঁথাও মনে হতে পারে এসব কবিতা।

লেখকের অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে-বিশ্বসেরাদের নির্বাচিত ভাষণ (২০১১), বিশ্বসেরা জাতীয় কবি (২০১২), হুমায়ূন আহমেদের সাক্ষাৎকার (২০১৩) এবং নাটক ও চলচ্চিত্রে হুমায়ূন আহমেদ (২০১৩)।

বাংলাদেশ সময়: ০৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad