ঢাকা, রবিবার, ২০ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

মঙ্গলবার শুরুতেই জমেছে বইমেলা

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪
মঙ্গলবার শুরুতেই জমেছে বইমেলা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

মেলা প্রাঙ্গণ থেকে: মঙ্গলবার মেলা শুরু হওয়ার পরপরই পাঠক-ক্রেতা-দর্শনার্থীর ভিড়ে মুখরিত হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বেলা যত গড়াচ্ছে মেলায় ভিড় ততই বাড়ছে।



মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায় বাংলা একাডেমি চত্বর ও সোহরাওয়ার্দী উদ্যানের উভয় অংশেই পাঠক ক্রেতাদের উল্লেখযোগ্য উপস্থিতি। প্রায় প্রতিটি স্টলের সামনেই রয়েছে ছোটখাটো জটলা।

বেশিরভাগ পাঠক-ক্রেতার হাতেই শোভা পাচ্ছে রঙিন প্যাকেটে মোড়া নতুন বই।

পান্থপথ থেকে মেলায় আসা নিলুফা ইয়াসমিন নামে এক পাঠক বাংলানিউজকে বলেন, ‘মেলাতো প্রায় শেষ হয়ে এলো। তাই পছন্দের বইগুলো সংগ্রহ করতে আজ সময় বের করে মেলায় এসেছি। ’

বিভিন্ন স্টলের বিক্রয় প্রতিনিধিদের পাঠক ক্রেতাদের ভিড় সামলাতে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।