ঢাকা, শনিবার, ২৬ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বইমেলা

মেলায় সরল সন্ন্যাসীর ‘মধ্যরাতের সূর্য’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:২৯, ফেব্রুয়ারি ২৪, ২০১৪
মেলায় সরল সন্ন্যাসীর ‘মধ্যরাতের সূর্য’

বইমেলা প্রাঙ্গণ থেকে: যেখানে কবি ভেবেছেন ‘মধ্যরাতের সূর্য’ সেখানেই বসবাস শব্দভুকের। লেখকের সঙ্গে পাঠকের সমান্তরাল যাত্রা, লেখকের অনুভূতির সঙ্গে যেন পাঠকের ঘোরাফেরা, সবাইকে ছুঁয়ে যেতে কবির চেষ্টা ছিল নিরন্তর।

কেবল নির্দিষ্ট কোনো গণ্ডির পাঠক নয় সবাইকে ‘মধ্যরাতের সূর্য’-এর সারথি করতে চেয়েছেন লেখক। একইসঙ্গে পাঠকদের সময়ের সারথি করতেও চেয়েছেন তিনি।

অনলাইন নিউজ পোর্টাল এটিএন টাইমস’র সাংবাদিক এবং বইটির লেখক সরল সন্ন্যাসী’র লেখকি নাম ইকরাম-উদ দৌলা।

সোমবার বাংলানিউজের সঙ্গে কথা হয় সরল সন্ন্যাসীর।

তিনি বলেন, প্রতিটি বিষয়ে নিজস্ব যুক্তিজ্ঞান, বিবেচনা বোধ, মানবিকতা ও কবির জগত এবং এর পরিমণ্ডল প্রকাশ পেয়েছে বইটির মধ্যে।

কবিতার মধ্যে লেখক বুনেছেন নিজের লালিত স্বপ্ন। দেখিয়েছেন কীভাবে স্থির হয়ে সময়ের সঙ্গে যেতে হয়। দরকার কতটুকু  দৃঢ়তা, বাস্তবতাবোধ।

প্রথম কাব্যগ্রন্থে অপূর্ণ চাওয়া-পাওয়া আর সবার শুভকামনায় আবাল-বৃদ্ধ-বণিতার কবি হয়ে উঠতে চান সরল সন্ন্যাসী।

অপূর্ব খন্দকারের প্রচ্ছদে বাংলাদেশ রাইটার্স গিল্ড থেকে প্রকাশিত বইটি পাওয়া যাবে বাংলা একাডেমি চত্বরের জাতীয় গ্রন্থকেন্দ্র (৪৭২, ৪৭৩, ৪৭৪ নম্বর) স্টল এবং লিটল ম্যাগ চত্বরের ‘সাদাকাগজ’ (২৫ নম্বর) স্টলে।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।