ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় ইমতিয়াজ আহমেদের ‘গণিতের সৌন্দর্য’

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪
বইমেলায় ইমতিয়াজ আহমেদের ‘গণিতের সৌন্দর্য’

ঢাকা: গণিতের খুটিনাটি নিয়ে লেখা ইমতিয়াজ আহমেদের প্রথম বই ‘গণিতের সৌন্দর্য’র মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে।

ব‍ুধবার বিকেলে বইমেলা প্রাঙ্গনে বইটির ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বিশিষ্ট পদার্থবিদ এ আর খান বইটির মোড়ক উন্মোচন করেন।



এসময় অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মো. মাইনুল করিম, হামিদুল কবির ও মো. মিনহাজুল ইসলাম এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক তাসলিম উর রশিদ উপস্থিত ছিলেন।

গণিতের সৌন্দর্যের লেখক ইমতিয়াজ আহমেদ ২০০৮ সালে ফলিত রসায়ন ও কেমিকৌশলে স্নাতকোত্তর সম্পন্ন করেন। বর্তমানে দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে ফিজিক্যাল কেমিস্ট্রিতে পিএইচডি গবেষণা করছেন।

বইটিতে গণিতের সৌন্দর্যের কিছু নমুনা তুলে ধরা হয়েছে। এতে পাঠক গণিত চর্চায় আনন্দের পাশাপাশি গণিতে আরো উৎসাহী হবেন।

বইটিতে বাস্তব জীবনের বিভিন্ন ক্ষেত্রে গণিতের উপস্থিতিও তুলে ধরা হয়েছে। গণিতের সৌন্দর্য অমর একুশে গ্রন্থমেলার ছায়াবীথি প্রকাশনীর ১০৪ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৫০ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।