ঢাকা, রবিবার, ২৮ আশ্বিন ১৪৩১, ১৩ অক্টোবর ২০২৪, ০৯ রবিউস সানি ১৪৪৬

বইমেলা

বইমেলায় কচি রেজার চতুর্থ কবিতাগ্রন্থ

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪
বইমেলায় কচি রেজার চতুর্থ কবিতাগ্রন্থ

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হচ্ছে কচি রেজার চতুর্থ কবিতাগ্রন্থ ‘অবিশ্বাস বেড়ালের নূপুর’। এরআগে ২০১০ সালে তার প্রথম কবিতাগ্রন্থ ‘ভুলের এমন দেবতা স্বভাব’, ২০১২ সালে ‘অন্ধ আয়নাযাত্রা’ ও গত বছর প্রকাশিত হয় তৃতীয় কবিতাগ্রন্থ মমি ও কাচের গুঞ্জন।



প্রকাশিতব্য চতুর্থ এই কবিতাগ্রন্থ সম্পর্কে কচি রেজা বাংলানিউজকে বলেন, ‘এই কবিতাগুলো লেখার অনুভূতি একটু অন্যরকমের। আমি আসলে এরকমের কবিতা সজ্ঞানে আর লিখতে পারবো না।

একদিনে একাধিক কবিতাও লিখতে হয়েছে। অর্থাৎ যেন কবিতাগুলো নাজেল হয়েছে আমার উপরে। ৫৬টি না হয়ে একটি কবিতারই কাব্যগ্রন্থ হতে পারতো এটি। আবার প্রতিটি কবিতা এক হয়েও মিউজিক্যালিটি, ডাইভারসিটি নভেলটিতে ভিন্ন। এই তো! নিজের কবিতা নিয়ে এরচেয়ে বেশি কিছু বলার দেখছি না। ’

অবিশ্বাস বেড়ালের নূপুর প্রকাশ করছে ‘শুদ্ধস্বর’, বইটির প্রচ্ছদ এঁকেছেন শিল্পী সব্যসাচী হাজরা।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।