ঢাকা, শনিবার, ১০ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৪ মে ২০২৫, ২৬ জিলকদ ১৪৪৬

বিএনপি

কুষ্টিয়ায় বিএনপির ১১ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:৩২, মার্চ ২৬, ২০১৯
কুষ্টিয়ায় বিএনপির ১১ নেতাকর্মী আটক নেতাকর্মীদের আটক করে পুলিশ ভ্যানে তোলা হচ্ছে। ছবি: বাংলানিউজ

কুষ্টিয়া: কুষ্টিয়ায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো শেষে জেলা বিএনপির সভাপতি, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি ও সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ১১টায় কুষ্টিয়া কালেক্টরেট চত্বরে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানাতে যান জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। পরে শ্রদ্ধা জানানো শেষে জেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিন বক্তব্য রাখছিলেন।

এসময় পুলিশের একটি বিশেষ টিম ঘটনস্থল থেকে জেলা বিএনপি সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, সাধারণ সম্পাদক অধ্যক্ষ সোহরাব উদ্দিনসহ ১১জনকে আটক করে কুষ্টিয়া মডেল থানায় নিয়ে যায়।  

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন আটকের বিষয়টি নিশ্চিত করলেও কি কারণে তাদের আটক করেছে তা নিশ্চিত করেননি।  

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মার্চ ২৬, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।