ঢাকা, মঙ্গলবার, ২২ বৈশাখ ১৪৩২, ০৬ মে ২০২৫, ০৮ জিলকদ ১৪৪৬

বিএনপি

সাবেক ফুটবলার আমিনুল কারামুক্ত

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৪০, মার্চ ৪, ২০১৯

ঢাকা: বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে তিনি মুক্তি পান। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

শায়রুল কবির বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গত ০৬ ডিসেম্বর রাজধানীর শাহবাগ থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় আদালতে হাজিরা দিতে গেলে আমিনুল হককে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। তার আগে বঙ্গবাজারের সামনে পুলিশের কাজে বাধা ও অগ্নিসংযোগের অভিযোগে দায়ের করা একটি মামলায় সাবেক এ ফুটবলারকে আসামি করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৯
এমএইচ/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।