ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

বিএনপি

মৌলভীবাজারে গায়েবি মামলার অভিযোগ বিএনপির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৯, ডিসেম্বর ১৩, ২০১৮
মৌলভীবাজারে গায়েবি মামলার অভিযোগ বিএনপির মৌলভীবাজার প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলন

মৌলভীবাজার: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ (সদর, রাজনগর) আসনের ঐক্যফ্রন্টের প্রার্থী এম নাসের রহমানের নেতাকর্মীদের নামে পুলিশের গায়েবি মামলা ও হয়রানির অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (১৩ ডিসেম্বর) মৌলভীবাজার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন নাসের রহমান।

তিনি অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে বিএনপিকে বাধাগ্রস্ত করতে পুলিশ গত দুই দিনে ২৪ জন বিএনপি ও জোটের নেতাকর্মীকে আটক করেছে।

নির্বাচনী কাজে নিয়োজিত নেতাকর্মীদের বাড়িতে পুলিশ তল্লাশির নামে হয়রানি করছে। ইতিমধ্যে মৌলভীবাজার সদর থানায় পুলিশ বিএনপির ৫ শতাধিক নেতাকর্মীকে আসামি করে তিনটি গায়েবি মামলা করে তা গোপন রেখেছে। ’

নাসের আর বলেন, ‘এই গায়েবি মামলা, গ্রেফতার, তল্লাশি ও হয়রানি বন্ধের জন্য এরইমধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হয়েছে। পুলিশ সুপারকে অবগত করেছি। তবুও তার কোনো সুরাহা হচ্ছে না। রাত হলে গ্রেফতার আতঙ্কে ঘর ছাড়া হচ্ছেন নেতাকর্মীরা। এহেন হীন কাণ্ড আমাদের নির্বাচনী কার্যক্রমকে চরমভাবে ব্যাহত করছে। ’

এসব মামলা প্রত্যাহার করার জন্য পুলিশ প্রশাসনসহ নির্বাচন কমিশনে দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, ‘মামলা প্রত্যাহার না হলে যে কোনো অপ্রীতিকর পরিস্থির দায় প্রশাসনকে নিতে হবে। ’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- বিএনপির কেন্দ্রীয় নেত্রী খালেদা রাব্বানী, জেলা বিএনপির সহ-সভাপতি আব্দলুল ওয়ালী সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক বকশি মিসবাউর রহমান, প্রচার সম্পাদক ইদ্রিস আলী, বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন মাতুক, আনোয়ার আক্তার শিউলি প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।