ঢাকা, বুধবার, ২৪ বৈশাখ ১৪৩২, ০৭ মে ২০২৫, ০৯ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

মহাদেবপুরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১২১তম শাখার উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫২, ডিসেম্বর ২৬, ২০১৭
মহাদেবপুরে স্ট্যান্ডার্ড ব্যাংকের ১২১তম শাখার উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নওগাঁ: নওগাঁর মহাদেবপুরে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ১২১তম শাখার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরের মাছের মোড় শেফালী মার্কেটের ২য় তলায় এ শাখার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে শাখার উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. তারিকুল আজম।

এসময় তিনি বলেন, স্ট্যান্ডার্ড ব্যাংক ব্যবসায়ীদের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের উন্নয়নে কাজ করে। ব্যাংকের যেকোনো শাখা থেকে স্থানীয় নারী, কৃষক তথা ক্ষুদ্র উদ্যোক্তারা তাদের ব্যবসার প্রসার ও পরিধি বৃদ্ধির জন্য স্বল্প সুদে ঋণ সুবিধা নিতে পারবেন। এতে দেশের সার্বিক উন্নয়ন হবে।

অনুষ্ঠানে ব্যাংকের ক্রেডিট ডিভিশনের প্রধান হারাধন চন্দ্র দাস, অপারেশন ডিভিশনের প্রধান কেএইচ সাজ্জাদুর রহিম, মহাদেবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোবারক হোসেন, নতুন শাখার ব্যবস্থাপক পীযুষ কান্তি সরকার, ব্যাংকের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।