ঢাকা, শুক্রবার, ২৬ বৈশাখ ১৪৩২, ০৯ মে ২০২৫, ১১ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

প্রাইম ব্যাংক-বাংলাদেশ ব্যাংক চুক্তি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১২, ফেব্রুয়ারি ১৪, ২০১৭
প্রাইম ব্যাংক-বাংলাদেশ ব্যাংক চুক্তি  বাংলাদেশ ব্যাংকের সঙ্গে প্রাইম ব্যাংকের চুক্তি সই/ছবি: সংগৃহীত

ঢাকা: জাইকার অর্থায়নে-আরবান বিল্ডিং সেফটি প্রজেক্টের আওতায় তৈরি পোশাক খাতে দীর্ঘমেয়াদী তহবিল ব্যবহারের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে একটি চুক্তি সই করেছে প্রাইম ব্যাংক।

১৩ ফেব্রুয়ারি (সোমবার) বাংলাদেশ ব্যাংকের জাহাঙ্গীর আলম কনফারেন্স হলে এ চুক্তি সই হয়।

নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে সই করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল খান চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের এসএমইএসপিডি বিভাগের জেনারেল ম্যানেজার স্বপন কুমার রায়।



এসময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির, জাইকা বাংলাদেশ অফিসের চিফ রিপ্রেজেন্টেটিভ তাকাতোশি নিশিকাতা, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক রাহেল আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে প্রাইম ব্যাংক তার সম্ভাব্য গ্রাহকদের দীর্ঘমেয়াদী বিনিয়োগে তৈরি পোশাক শিল্পের কারখানা ভবনের সংস্কার, পুনর্গঠন, পুনঃনির্মাণ ও অগ্নিনিরাপত্তায় ঋণ সুবিধা দিতে পারবে।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি: ১৪, ২০১৭
এসই/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।