ঢাকা, বৃহস্পতিবার, ২৫ বৈশাখ ১৪৩২, ০৮ মে ২০২৫, ১০ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:৫৭, জানুয়ারি ২২, ২০১৭
ইসলামী ব্যাংকের শীতবস্ত্র বিতরণ শীতবস্ত্র বিতরণ/ ছবি: সংগৃহীত

ঢাকা: চাঁদপুরের উত্তর মতলব উপজেলায় শীতবস্ত্র বিতরণ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড।

ব্যাংকের ভাইস চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আহসানুল আলম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এক হাজারের বেশি মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন বলে রোববার (২২ জানুয়ারি) ব্যাংকটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাহী কমিটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) আবদুল মতিন ও পরিচালক মো. সাইফুল ইসলাম।

উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা জোনপ্রধান মো. নিজামুল হক ও মোহনপুর ইউনিয়নের চেয়ারম্যান সামসুল হক চৌধুরী প্রমুখ।

আহসানুল আলম বলেন, ব্যাংকিং কর্মকাণ্ডের পাশাপাশি ইসলামী ব্যাংক সিএসআর-এর অংশ হিসেবে অসহায়, দুস্থদের পাশে দাঁড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৭
আরআইএস/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।