ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

ব্যাংকিং

কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান

সিনিয়র করসেপন্ডন্টে | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৭, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন আব্দুল মান্নান

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক (ইডি) হিসেবে পদোন্নতি পেয়েছেন মো. আব্দুল মান্নান। এতদিন তিনি অফসাইট সুপারভিশন বিভাগের পরিচালকের (মহাব্যবস্থাপক) দায়িত্বে ছিলেন।

বৃহস্পতিবার তার পদোন্নতি সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়।

রোববার (১৯ ফেব্রুয়ারি) বাংলাদেশ ‍বাংলাদেশ ব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায়।

আব্দুল মান্নান ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণিতে স্নাতক ও স্নাতকোত্তর করেছেন। ১৯৯৩ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগ দেন। পরে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।

অফসাইট সুপারভিশন বিভাগের আগে তিনি প্রধান কার্যালয়ের বৈদেশিক মুদ্রা নীতি, এসআরইইউপির প্রকল্প পরিচালক, বাংলাদেশ ব্যাংকের বগুড়া ও রাজশাহী অফিসে কাজ করেছেন। তার গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলায়।

এএফডির অর্থায়নে তৈরি পোশাক শিল্প প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন আব্দুল মান্নান। ফরেন এক্সচেঞ্জ অপারেশন ডিপার্টমেন্ট ও আইপিএফএফ-ওও প্রজেক্টের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী পরিচালক তিনি।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
জেডএ/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।