bangla news

আবাসন খাতে সর্বোচ্চ করদাতা র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম | আপডেট: ২০১৯-১১-১৮ ১০:৫৫:২৮ পিএম
আবাসন খাতে সর্বোচ্চ করদাতা র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড
সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কার পেয়েছে র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড।

ঢাকা: ২০১৮-১৯ করবর্ষে আবাসন খাতে সর্বোচ্চ করদাতা হিসেবে পুরস্কৃত হয়েছে র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেড।

সোমবার (১৮ নভেম্বর) পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।

এতে বলা হয়, ১৪ নভেম্বর জাতীয় রাজস্ব বোর্ডের আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের সেরা করদাতাদের হাতে ট্যাক্স কার্ড সম্মাননা ও স্মারক তুলে দেওয়া হয়।

র‌্যাংগস প্রপার্টিজ লিমিটেডের পক্ষে পরিচালক রোমানা রউফ চৌধুরী এবং ডিভিশনাল ডিরেক্টর মো. শহীদুল ইসলাম প্রধান অতিথি অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের হাত থেকে এ পুরস্কার নেন বিজ্ঞপ্তিতে বলা হয়।

বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০১৯
এবি/এইচএডি

Phone: +88 02 8432181, 8432182, IP Phone: +880 9612123131, Newsroom Mobile: +880 1729 076996, 01729 076999 Fax: +88 02 8432346
Email: news@banglanews24.com , editor@banglanews24.com
Marketing Department: 01722 241066 , E-mail: marketing@banglanews24.com

বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কপিরাইট © 2020-01-20 07:25:01 | একটি ইডব্লিউএমজিএল প্রতিষ্ঠান