ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

বাহরাইন

বাহরাইনে ২ দিনব্যাপী বিজয় দিবস আনন্দ মেলা

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
বাহরাইনে ২ দিনব্যাপী বিজয় দিবস আনন্দ মেলা বাহরাইন

বাঙালির মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিজয় আনন্দ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাহরাইন: বাঙালির মহান বিজয় দিবস ও বাহরাইনের জাতীয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বিজয় আনন্দ মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বাহরাইনের আ’আলী শহরে অবস্থিত বাংলাদেশ স্কুলের নিজস্ব ভূমিতে ১৬ ও ১৭ ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এ আনন্দ মেলা অনুষ্ঠিত হবে।

এতে ৫০০ ফিলস্ বাহরাইনী দিনারের (প্রায় ১০৫ টাকা) টিকিটের বিনিময়ে মেলায় প্রবেশ করা যাবে। প্রবেশ টিকিট মেলা প্রাঙ্গণে পাওয়া যাবে।

মূলত বাংলাদেশ স্কুলের তহবিল সংগ্রহের জন্য স্থানীয় কমিউনিটির সহযোগিতায় বাংলাদেশ দূতাবাস ও বাংলাদেশ স্কুল যৌথভাবে এ মেলার আয়োজন করে থাকে। মেলা আয়োজনের প্রস্তুতি উপলক্ষে সম্প্রতি বাংলাদেশ দূতাবাস ও স্কুলে পৃথক দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মেলায় হস্তশিল্পজাত দ্রব্য, গার্মেন্টস, ঐতিহ্যবাহী খাবার, শিশুদের খেলনাসহ বিভিন্ন ধরনের স্টল থাকবে। থাকছে প্রবাসীদের মনোরঞ্জনের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও রাফেল ড্র’র ব্যবস্থা। আয়োজকদের পক্ষ থেকে সব প্রবাসীদের উপস্থিত থেকে মেলাকে সফল ও সার্থক করার অনুরোধ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৬
জিপি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ

welcome-ad