ঢাকা, শনিবার, ২৭ বৈশাখ ১৪৩২, ১০ মে ২০২৫, ১২ জিলকদ ১৪৪৬

বাহরাইন

বাহরাইনে শ্রমিকলীগের দোয়া মাহফিল-কাঙালি ভোজ

মোসাদ্দেক হোসেন সাইফুল, বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪:৫১, আগস্ট ১৬, ২০১৬
বাহরাইনে শ্রমিকলীগের দোয়া মাহফিল-কাঙালি ভোজ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাহরাইন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদ‍াত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বাহরাইনে দোয়া মাহফিল ও কাঙালি ভোজের আয়োজন করেছে জাতীয় শ্রমিক লীগ বাহরাইন শাখা।

সোমবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় রাজধানী মানামায় শ্রমিক লীগ সভাপতি আইয়ুবুর রহমান আকাশের সভাপতিত্বে এ মাহফিল অনুষ্ঠিত হয়।



এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমাজের সভাপতি ফজলুর করিম বাবলু।

আরও উপস্থিত ছিলেন বাহরাইন আওয়ামী লীগের সভাপতি জহির উদ্দিন বাবর, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোস্তফা কামাল, যুবলীগের সাবেক সভাপতি মিজানুর রহমান, শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ফজলুল হক তালুকদার, সিনিয়র সহ-সভাপতি ও রাসরোমান শাখার সভাপতি আবুল হাসেম জমাদার, শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান, হেলাল আহমেদ, সালেহ আহমেদ, বিষ্ণুপদ দেব, মাজেদুল ইসলাম, শামীম, হাসান মাহমুদ, মানামা মহানগর সভাপতি লিটন মাহমুদ, সালমাবাদ শাখার সভাপতি দেলোয়ার মোল্লা, চাঁন মিয়া, বৃহত্তর বরিশাল জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শাহীন শিকদার প্রমুখ।

মাহফিল থেকে প্রবাসীদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ০৪৪৮ ঘণ্টা, আগস্ট ১৬, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ