ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

বাহরাইন

সোমবার বাহরাইন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

মোসাদ্দেক হোসেন সাইফুল,বাহরাইন করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
সোমবার বাহরাইন সফরে যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী

বাহরাইন: পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সোমবার (২১ ডিসেম্বর) বাহরাইন সফরে আসছেন।

এদিন বাহরাইন সময় বিকেল ৪টা ৫০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দু’দিনের রাষ্ট্রীয় সফরে বাহরাইনে পৌঁছাবেন পররাষ্ট্রমন্ত্রী।



এই প্রথমবারের মত বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রী বাহরাইন সফর করছেন।

দু’দিনের এ রাষ্ট্রীয় সফরে তিনি বাহরাইনের কিং (রাজা) হামাদ বিন ঈসা আল আল খলিফা, প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আল খলিফা, ক্রাউন প্রিন্স শেখ সালমান বিন হামাদ আল খলিফা, মিনিস্টার ফর লেবার অ্যান্ড সোস্যাল ডেভেলপমেন্ট জামিল বিন মোহাম্মাদ হুমাইদান, পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ বিন মোহাম্মদ আল খলিফা এবং মিনিস্টার অব ইন্টেরিয়র লে. জেনারেল শেখ রশিদ বিন আবদুল্লার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন বলে জানা গেছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে বাহরাইন ও বাংলাদেশের মধ্যে তিনটি দ্বি-পাক্ষিক চুক্তি হবার সম্ভাবনা রয়েছে। বাংলাদেশ দূতাবাসের একটি বিশ্বস্ত সূত্র বাংলানিউজকে এ তথ্য জানিয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ সফরে সফরসঙ্গী হিসেবে রয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মাসুদুর রহমান, শাহ আসিফ রহমান, জাতীয় রাজস্ব বোর্ড সচিব মর্তুজা শরিফুল ইসলাম।

বুধবার (২৩ ডিসেম্বর) রাত ১১টা ১০ মিনিটে পররাষ্ট্রমন্ত্রীর বাহরাইন ত্যাগ করার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রীর এ সফরে বাংলাদেশ বাহরাইনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুসংহত হবে বলে আশা প্রকাশ করছেন প্রবাসীরা।

বাংলাদেশ সময়: ০৮১০ ঘণ্টা, ডিসেম্বর ২১, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

বাহরাইন এর সর্বশেষ