ঢাকা, বৃহস্পতিবার, ১৩ ভাদ্র ১৪৩২, ২৮ আগস্ট ২০২৫, ০৪ রবিউল আউয়াল ১৪৪৭

আওয়ামী লীগ

না.গঞ্জ জেলা আ.লীগের যুগ্ম সম্পাদককে অব্যাহতি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:০২, নভেম্বর ২৪, ২০২০
না.গঞ্জ জেলা আ.লীগের যুগ্ম সম্পাদককে অব্যাহতি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল স্বাক্ষরিত অব্যাহতি পত্রের মাধ্যমে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়।

 

পত্রে উল্লেখ করা হয়, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের গুরুত্বপুর্ণ দায়িত্বে থেকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের হাতে গড়া ঐতিহ্যবাহী রাজনৈতিক দল আওয়ামী লীগকে স্বাধীনতা বিরোধী দল হিসেবে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বক্তব্য রাখার অপরাধে তাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়। গত ২১ নভেম্বর জাহাঙ্গীরের দেওয়া বক্তব্য ক্ষমার অযোগ্য এবং সেই বক্তব্য নেতাদের হাতে আসার পর তাকে অব্যাহতি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৯ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

আওয়ামী লীগ এর সর্বশেষ