ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

আওয়ামী লীগ

মুক্তাদিরের বাসায় গেলেন ড. মোমেন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
মুক্তাদিরের বাসায় গেলেন ড. মোমেন মুক্তাদিরের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছেন ড, মোমেন, ছবি: বাংলানিউজ

সিলেট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-১ আসনের প্রতিদ্বন্দ্বী পরাজিত প্রার্থী বিএনপির খন্দকার আব্দুল মুক্তাদিরের বাসায় গিয়েছেন নৌকা প্রতীকে বিজয়ী মহাজোট প্রার্থী ড. একে মোমেন।

কিন্তু মুক্তাদির বাসায় না থাকায় তার সঙ্গে সাক্ষাৎ পেলেন না তিনি।

সোমবার (৩১ ডিসেম্বর) সকাল ১০টার দিকে মুক্তাদিরের বাসায় যান মোমেন।

সে সময় মুক্তাদির বাসায় ছিলেন না। পরে তার সঙ্গে সাক্ষাৎ না পেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

মুক্তাদিরের পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন- খন্দকার আব্দুল মাজিদ, আব্দুল হাফিজ, আব্দুল হামিদ প্রমুখ।
 
যদিও বাসায় অবস্থানকালে মুক্তাদিরের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করেন ড. মোমেন। তখন তিনি সিলেটের উন্নয়নে মুক্তাদিরকে সঙ্গে নিয়েই কাজ করবেন বলে জানান।

সিলেট-১ আসনে রোববার (৩০ ডিসেম্বর) রাতে নৌকা প্রতীকে বেসরকারিভাবে নির্বাচিত হন মহাজোট প্রার্থী ড. একে আব্দুল মোমেন।  

সিলেটের রিটার্নিং কর্মকর্তা এম কাজি এমদাদুল ইসলাম তাকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা করেন।
 
সিলেট-১ আসনে ২১৫টি কেন্দ্রের ফলাফলে নৌকা প্রতীকে দুই লাখ ৯৮ হাজার ৬৯৬ ভোট পেয়ে বিজয়ী হন  ড. এ কে আব্দুল মোমেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষ প্রতীকের প্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির পেয়েছেন এক লাখ ২৩ হাজার ৮৫১ ভোট।

এক লাখ ৭৪ হাজার ৮৪৫ ভোটের ব্যবধানে বিজয়ী হন মহাজোটের এই প্রার্থী।

বাংলাদেশ সময়: ১৫১০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৮
এনইউ/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।