ঢাকা, শনিবার, ২২ অগ্রহায়ণ ১৪৩১, ০৭ ডিসেম্বর ২০২৪, ০৪ জমাদিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বেবিচকের সিদ্ধান্ত কার্যকর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে বেবিচকের সিদ্ধান্ত কার্যকর

ঢাকা: যুক্তরাজ্য ও ইউরোপীয় দেশ থেকে বাংলাদেশে আসলে ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা কার্যকর হয়েছে।

মঙ্গলবার (৩০ মার্চ) রাত ১২টা ১ মিনিট থেকে অর্থাৎ ৩১ মার্চ থেকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এই নির্দেশনা কার্যকর হয়।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বেবিচক জানিয়েছে, যুক্তরাজ্যসহ ইউরোপের দেশগুলো থেকে যেসব যাত্রী বাংলাদেশে আসবেন তাদের জন্য ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাধ্যতামূলক করা হয়েছে। তারা বেবিচক নির্ধারিত প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন সেন্টার অথবা নির্ধারিত হোটেলে থাকবেন। এছাড়া  অন্যান্য দেশ থেকে আসা যাত্রীদের ১৪ দিনের হোম কোয়ারেন্টিনের নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশে আগত ও ত্যাগ করা প্রত্যেক যাত্রীকে বাধ্যতামূলক করোনার নেগেটিভ সার্টিফিকেট সঙ্গে রাখতে হবে (যাত্রার ৭২ ঘণ্টা আগে নমুনা দিতে হবে)।

বাংলাদেশ: ০৩১৫ ঘণ্টা, মার্চ ৩১, ২০২১
টিএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।