ঢাকা, বুধবার, ১ কার্তিক ১৪৩১, ১৬ অক্টোবর ২০২৪, ১২ রবিউস সানি ১৪৪৬

এভিয়াট্যুর

এয়ার এশিয়াকে লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
এয়ার এশিয়াকে লাখ টাকা জরিমানা

ঢাকা: মালয়েশিয়া ভিত্তিক এয়ারলাইন্স এয়ার এশিয়াকে এক লাখ টাকা জরিমানা করেছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। কুয়ালালামপুর থেকে ঢাকায় করোনা পজেটিভ যাত্রী নিয়ে আসায় এ জরিমানা করা হয়।


 
রোববার (১৩ ডিসেম্বর) বিমানবন্দর সূত্র এ তথ্য নিশ্চিত করে।

জানা গেছে, শনিবার (১২ ডিসেম্বর) মধ্য রাতে কুয়ালালামপুর থেকে ৯৮ জন যাত্রী নিয়ে ঢাকায় পৌঁছায় এয়ার এশিয়ার ফ্লাইটি। যাত্রীরা সবাই করোনা পরীক্ষা করিয়ে সনদ নিয়েই ফ্লাইটে উঠেছিলেন। কিন্তু একজন যাত্রী করোনা পজেটিভ সনদ নিয়েই বোর্ডি পাস করে প্লেনে ওঠেন। কুয়ালালামপুরে তাকে বোর্ডিং করানোর সময় কেউ বিষয়টি লক্ষ্য করেননি। ফলে করোনায় আক্রান্ত ওই যাত্রী ঢাকায় এসে পৌঁছান। ঢাকায় হেলথ ডেস্কের কর্মীরা কোভিড পজেটিভ যাত্রীকে চিহ্নিত করে হাসপাতালে পাঠান। এ জন্য এয়ার এশিয়াকে জরিমানা হিসেবে গুণতে হয়েছে এক লাখ টাকা।

শাহজালাল বিমানবন্দরের দায়িত্বপ্রাপ্ত একজন ম্যাজিস্ট্রেট ও হেলথ ডেস্ক এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০২০
টিএম/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।