ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

বাংলাদেশের বিমানবন্দরে চার্জ কমানোর অনুরোধ ভারতের

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
বাংলাদেশের বিমানবন্দরে চার্জ কমানোর অনুরোধ ভারতের

ঢাকা: বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারে চার্জ কমানোর অনুরোধ জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।  

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এ অনুরোধ জানান তিনি।

 

বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, করোনা মহামারির কারণে ভারতীয় এয়ারলাইন্সগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বাংলাদেশের বিমানবন্দর ব্যবহারকারী ভারতীয় এয়ারলাইন্সের সব সাধারণ চার্জ যাতে কমানো হয়, সে বিষয়টি বাংলাদেশ বিবেচনা করবে বলে আশা করি।  

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।