ঢাকা, শুক্রবার, ২ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৬ মে ২০২৫, ১৮ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

গৌহাটি গেলেন বাংলাদেশে আটকে পড়া ১৬ ভারতীয় নাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২২, জুলাই ১০, ২০২০
গৌহাটি গেলেন বাংলাদেশে আটকে পড়া ১৬ ভারতীয় নাবিক

ঢাকা: করোনা মহামারিতে বাংলাদেশে আটকে পড়া ১৬ জন ভারতীয় নাবিক নভোএয়ারের একটি বিশেষ ফ্লাইটে আসামের গৌহাটি গেছেন। 

শুক্রবার (১০ জুলাই) ফ্লাইটটি আসামের স্থানীয় সময় দুপুর ১টা ১৮ মিনিটে ফ্লাইটটি গৌহাটি পৌঁছে।  

নভোএয়ারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

এতে বলা হয়, বৈশ্বিক মহামারি করোনায় বাংলাদেশে আটকা পড়েন এসব ভারতীয় নাবিক। পরে তাদের ফেরাতে ভারত উদ্যোগ নিলে নভোএয়ার বিশেষ ফ্লাইট পরিচালনা করে। বাংলাদেশ থেকে আসামের রাজধানী গৌহাটিতে এই প্রথম ফ্লাইট পরিচালনা করেছে বলেও উল্লেখ করা হয়।  

নভোএয়ার সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে বর্তমানে ঢাকা থেকে প্রতিদিন চট্টগ্রামে ৩টি, যশোর ৩টি, সৈয়দপুর ৪টি ও সিলেট ১টি করে ফ্লাইট পরিচালনা করছে।  

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুলাই ১০, ২০২০
টিএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।