ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট চালাবে বিমান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, জুন ২১, ২০২০
লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট চালাবে বিমান

ঢাকা: স্বাস্থ্যবিধি মেনে এখন থেকে ঢাকা-লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট চলবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

রোববার (২১ জুন) বিমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার দুপুর ১২টায় বিমানের ফ্লাইট বিজি ০০১ (বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার গাঙচিল) ১৮৭ জন যাত্রী নিয়ে যুক্তরাজ্যের লন্ডনের উদ্দেশে রওয়ানা দিয়েছে।

ঢাকা-লন্ডন ঢাকা রুটে আপাতত সপ্তাহে একদিন প্রতি রোববার বিমান ফ্লাইট পরিচালনা করবে।

এতে আরও বলা হয়, বোর্ডিং কার্ড ইস্যুর সময় প্রত্যেক যাত্রীকেকে ট্রাভেল হাইজিন কিট প্রদান, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ কর্তৃক নির্দেশিত বিধি মোতাবেক যাত্রীদের আসন বন্টন, ফ্লাইটে যাত্রী সেবায় নিয়োজিত কেবিন ক্রুদের অবশ্য পালনীয় স্বাস্থ্য সুরক্ষা অনুসরণ, আইকাও এর নির্দেশনা অনুযায়ী যথাযথভাবে এয়ারক্রাফট জীবাণুমুক্তকরণ, পরিবর্তিত খাদ্য সেবা প্রবর্তনের মাধ্যমে যাত্রীদের জন্য সর্বোচ্চ স্বাস্থ্যবিধি মোতাবেক নিরাপদ পরিবেশ বজায় রেখে বিমান শিডিউল ফ্লাইটের যাত্রা শুরু করেছে।

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারির কারণে প্রায় তিন মাস বন্ধ থাকার পর লন্ডন রুট পুনরায় চালু হলো। গত ৩০ মার্চ সর্বশেষ লন্ডন থেকে ঢাকায় শিডিউল ফ্লাইট পরিচালনা করে বিমান।

বাংলাদেশ সময়: ১৯২৬ ঘণ্টা, জুন ২১, ২০২০
টিএম/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।