ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

বিমানের ভারপ্রাপ্ত এমডি হচ্ছেন মোসাদ্দেক আহমেদ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
বিমানের ভারপ্রাপ্ত এমডি হচ্ছেন মোসাদ্দেক আহমেদ

ঢাকা: অবসরপ্রাপ্ত বিমান কর্মকর্তা মোসাদ্দেক আহমেদকে রাষ্ট্রায়ত্ত উড়োজাহাজ পরিচালন সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে নিয়োগ দেওয়া হচ্ছে।

সংস্থাটির ভারপ্রাপ্ত এমডি হিসেবে তাকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

স‍ূত্র বলছে, প্রথমে ভারপ্রাপ্ত এমডি হিসেবে বিমানের দায়িত্ব পালন করবেন তিনি। পরবর্তীতে তার কাজের কাজের দক্ষতা বিবেচনা করে চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) সকালে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন, সিভিল এভিয়েশনের চেয়ারম্যান, বিমান  চেয়ারম্যানসহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করে এ নিয়োগ চূড়ান্ত করা হয়।

এ বিষয়ে বিমানের প্রধান কার্যালয় বলাকা’য় বিকেলে বিমান পরিচালনা পর্ষদের বৈঠকে তা চূড়ান্ত করা হবে বলেও জানিয়েছে সূত্র।

বাংলাদেশ সময়:১৬১৮ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৬
আরএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।