ঢাকা, বৃহস্পতিবার, ১ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৫ মে ২০২৫, ১৭ জিলকদ ১৪৪৬

এভিয়াট্যুর

সিআইআরটিএ ও ইত্তিহাদ এয়ারওয়েজের মধ্যে চুক্তি

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, মার্চ ৪, ২০১৫
সিআইআরটিএ ও ইত্তিহাদ এয়ারওয়েজের মধ্যে চুক্তি

ঢাকা: খলিফা ফান্ড সদস্য প্রতিষ্ঠান সিআইআরটিএ ইলেক্ট্রো মেকানিক্যাল অ্যান্ড মেইনটেইনেন্স-এর সঙ্গে সংযুক্ত আরব আমিরাতের ন্যাশনাল এয়ারলাইন ইত্তিহাদ এয়ারওয়েজের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সম্প্রতি আবুধাবিতে অবস্থিত ইত্তিহাদ এয়ারওয়েজ সেন্টারে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।

এতে ইত্তিহাদ এয়ারওয়েজের চিফ ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি অফিসার রোবার্ট ওয়েব এবং সিআইআরটিএ ইলেক্ট্রো মেকানিক্যাল অ্যান্ড মেইনটেইনেন্সের চিফ এক্সিকিউটিভ অফিসার আব্দুল্লা আল শাম্মারি উপস্থিত ছিলেন।

এয়ারলাইনের কেবিন ক্রু ট্রান্সপোর্ট সিস্টেমের কাস্টোমাইজড সফটওয়্যার উন্নয়নের জন্য এ চুক্তি হয়।

বুধবার (০৪ মার্চ) এ সংক্রান্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।