ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

বাংলাসহ ৩৫ ভাষায় এমিরেটসের ইনফ্লাইট বিনোদন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫
বাংলাসহ ৩৫ ভাষায় এমিরেটসের ইনফ্লাইট বিনোদন ছবি: সংগৃহীত

ঢাকা: উড়ন্ত প্লেনে যাত্রীদের সুবিধার্থে বাংলাসহ ৩৫ ভাষায় ইনফ্লাইট বিনোদনের ব্যবস্থা করেছে এমিরেটস এয়ারলাইন্স। ভাষা বিচিত্রতা ও গভীরতা অক্ষুণœ রেখে প্রতি মাসেই নতুন করে সাজানো হয় এ বিনোদন প্রোগ্রামটি।



মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) এমিরেটসের পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

এতে বলা হয়, ‘আইস’-এ ১০টির বেশি ইউরোপীয় ভাষা, বাংলা, হিন্দি, তামিল, মালায়লাম, মারাঠি, উর্দু, পস্তু, মান্দারিন, কান্টনিজ, জাপানি, কোরিয়ান, টাগালগ এবং আরবি ভাষায় বিভিন্ন ছায়াছবি উপভোগ করার সুযোগ রয়েছে।

যাত্রীরা ফ্লাইট শুরুর পূর্বেই emirates.com -এর সাহায্যে তার ভ্রমণকালীন বিনোদন পরিকল্পনা তৈরি করে নিতে পারেন।

এমিরেটসের ইনফ্লাইট সেবা বিভাগের ভাইস প্রেসিডেন্ট পেট্রিক ব্রানিল বলেন, একটি আন্তর্জাতিক এয়ারলাইন হিসেবে বিভিন্ন দেশের যাত্রীদের সেবা দিচ্ছে এমিরেটস। বহু ভাষা-ভাষী কেবিন ক্রু এবং বিভিন্ন ভাষায় অফারকৃত বিনোদন প্রোগ্রাম এমিরেটসকে একটি পছন্দের এয়ারলাইন হিসেবে প্রতিষ্ঠিত করছে।

এমিরেটস সর্বপ্রথম ২০১৪ সালে দৃষ্টি প্রতিবন্ধী যাত্রীদের জন্য ছায়াছবিতে অডিও বর্ণনা যুক্ত করে। এর আগে ২০০৭ সালে ওয়ার্ল্ড ডিজনি মোশন পিকচার্সের সহযোগিতায় শ্রবণ প্রতিবন্ধী যাত্রীদের জন্য ‘ক্লোজড ক্যাপশন’ প্রযুক্তি চালু করা হয়।  

এমিরেটসের আইস ডিজিটাল ওয়াইড স্ক্রিন ২০১৪ সালে স্কাইট্র্যাক্স ওয়ার্ল্ড এয়ারলাইন অ্যাওয়ার্ডসে ‘বিশ্বসেরা এয়ারলাইন ইনফ্লাইট বিনোদন’ পুরস্কার লাভ করে।

বাংলাদেশ সময়: ২০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।