ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

এভিয়াট্যুর

‘মাতাল’ পাইলটকে পুলিশে দিলেন ক্রু

এভিয়াট্যুর ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
‘মাতাল’ পাইলটকে পুলিশে দিলেন ক্রু

ঢাকা: মদ পান করে উড়াল দেওয়ার ঠিক আগ মুর্হূতে ক্রু’র হাতে ধরা পড়লেন জুলিয়ান লওডেন নামে ফ্লাইবি এয়ারলাইন্সের এক পাইলট। বিষয়টি জানানো হলে পুলিশ ওই পাইলটকে আটক করে নিয়ে যায়।



সূত্রের রবাতে সংবাদ মাধ্যমগুলো জানায়, লন্ডনের নিউকুয়ে বিমানবন্দর থেকে গেটওয়ে যাওয়ার জন্য যাত্রীরা ফ্লাইবির একটি প্লেনে উঠছিলেন। এ সময় পাইলটের শারীরিক ভঙ্গিতে ‘সচেতন এক ক্রু’র সন্দেহ হয়। বিষয়টি তিনি স্থানীয় পুলিশকে জানান।

পুলিশ দ্রুত উপস্থিত হয়ে পাইলটের মুখ পরীক্ষা করে ঘটনার সত্যতা নিশ্চিত হয়। পরে ওই ফ্লাইট বাতিল করা হয়। অন্য প্লেনে করে যাত্রীদের গন্তব্যে পাঠানো হয়।

৪৮ বছর বয়সী ওই পাইলটকে ডিসেম্বরের ৮ তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয়েছে বলে নিউকুয়ের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।