ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

ডি-লিট প্রাপ্তি: কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা

রাবি প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৩ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২
ডি-লিট প্রাপ্তি: কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা

রাবি: সম্প্রতি ভারতের আসাম বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডি-লিট প্রাপ্তি উপলক্ষে কথাসাহিত্যিক অধ্যাপক হাসান আজিজুল হককে শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়েছে।

সন্ধ্যায় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকা কাজলায় অবস্থিত রাজশাহীস্থ ‘হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আর্কাইভস’ ও এর অঙ্গসংগঠন বাংলাদেশ চর্চা পাঠচক্রের উদ্যোগে হেরিটেজ ভবনের মিলনায়তন কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।



হেরিটেজ: বাংলাদেশের ইতিহাসের আর্কাইভসের প্রতিষ্ঠাতা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মাহবুবর রহমানের সভাপতিত্বে এ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর বিভাগীয় কমিশনার সৈয়দ আসাদ মান্নান।
বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট আবেদ খান এবং অধ্যাপক হাসান আজিজুল হকের স্ত্রী শামসুন নাহার বেগম।

অনুষ্ঠানে অর্থনীতিবিদ অধ্যাপক সনৎ কুমার সাহা কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে বিশেষ ধরনের গাউন পরিয়ে দেন।

এরপর অধ্যাপক মাহবুবুর রহমান কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে ক্রেস্ট প্রদান করেন।

এর আগে বাংলাদেশ চর্চা পাঠচক্রের সদস্যরা অধ্যাপক হাসান আজিজুল হকসহ তাঁর সহধর্মিনীকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান এবং তাঁদের হাতে সম্মাননা তুলে দেন।  

অনুষ্ঠানে হাসান আজিজুল হকের জীবনী পাঠ করেন অধ্যাপক চন্দন আনোয়ার।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জীবন ও কর্মের ওপর বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক আবুল হোসেন চৌধুরী, অধ্যাপক সুব্রত মজুমদার, অধ্যাপক শিশির কুমার ভট্টাচার্য প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হাসান আজিজুল হককে বাংলা ভাষা ও সাহিত্যের একজন প্রতিভাবান লেখক হিসেবে উল্লেখ করেন।

তারা বলেন, ‘বাংলাভাষা ও সাহিত্য যতদিন থাকবে, অধ্যাপক হাসান আজিজুল হকও ততদিন তার কর্মের মাধ্যমে জীবিত থাকবেন। ’

তারা হাসান আজিজুল হকের সার্বিক সফলতাও কামনা করেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রাক্তন অধ্যাপক হাসান আজিজুল হক ১৯৩৮ সালে ভারতের বর্ধমান জেলার কটোয়া মহকুমায় জন্মগ্রহণ করেন।

তিনি সাহিত্যকর্মের স্বীকৃতিস্বরূপ একুশে পদক, বাংলা একাডেমী সাহিত্য পুরস্কার, কলকাতা আনন্দ পুরস্কারসহ বিভিন্ন সময়ে অনেক পুরস্কার ও সম্মাননা লাভ করেন।

বাংলাদেশ সময়: ২১১৮ ঘণ্টা, মার্চ ২৩, ২০১২

প্রতিবেদন: জনাব আলী, সম্পাদনা: আশিস বিশ্বাস, সিনিয়র নিউজরুম এডিটর;

জুয়েল মাজহার, কনসালট্যান্ট এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।