ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

আরজ আলী মাতুব্বরের ২৫তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৪ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২

ঢাকা: এদেশের ক্ষণজন্মা স্বশিক্ষিত দার্শনিক আরজ আলী মাতুব্বরের ২৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক অলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার ১০৮ কাজী নজরুল ইসলাম এভিনিউয়ের জনবিজ্ঞান ফাউন্ডেশন কার্যালয়ে আয়োজিত স্মরণ ও আলোচনা সভায় আরজ আলী মাতুব্বরের দর্শন ও চিন্তা বিষয়ে আলোচনায় অংশ নেন কবি ও ছড়াকার দীপঙ্কর চক্রবর্তী, কবি সোহরাব হাসান, লেখক-গবেষক আইয়ুব হোসেন, হাবিবুর রহমান ও জাহিদুল ইসলাম।



শুক্রবার প্রতিষ্ঠানটির সমন্বয়কারী আইয়ুব হোসেন সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।  

বক্তারা আরজ আলী মাতুব্বরের যুক্তি ও বিজ্ঞান মনস্ক দর্শন ব্যাপক পরিসরে সম্প্রসারণের প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন। এবং নবীন প্রজন্মের মধ্যে জিজ্ঞাসু মনোভাব গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহবান জানান।

বক্তারা বলেন, সমাজে যুক্তি ও ন্যায্যতা প্রতিষ্ঠার জন্য আরজ আলীর রচনা পাঠ ও আলোচনার প্রয়োজন রয়েছে।

আলোচনা অনুষ্ঠানে জানানো হয়, আগামী ২৪ মার্চ বিকেল চারটায় পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আরজ আলী মাতুব্বর স্মারক বক্তৃতা অনুষ্ঠিত হবে। বক্তৃতা করবেন সলিমুল্লাহ খান।

উল্লেখ্য,  ১৫ মার্চ  ছিল আরজ আলী মাতুব্বরের ২৫তম মৃত্যুবার্ষিকী।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ১৬, ২০১২
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।