ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

বাংলাদেশের চল্লিশ কবির কবিতা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, মার্চ ১, ২০১২
বাংলাদেশের চল্লিশ কবির কবিতা

কলকাতা থেকে সম্প্রতি প্রকাশিত হয়েছে ছোটকাগজ ‘খোলামন’র দ্বাদশ সংখ্যা। খোলামন-র সম্পাদক শ্যামল বিশ্বাস।

বর্তমান সংখ্যায় অতিথি সম্পাদক হিসেবে ছিলেন আশিস মজুমদার। সংখ্যাটিতে মুক্তিযুদ্ধ ও বিজয়ের চল্লিশ বছর উপলক্ষে বাংলাদেশের চল্লিশ জন কবির চল্লিশটি কবিতা ছাপা হয়েছে।

৪০জন কবির মধ্যে আছেন সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী, শহীদ কাদরী, রফিক আজাদ, নির্মলেন্দু গুণ, আলতাফ হোসেন, মাসুদ খান, কাজল শাহনেওয়াজ, জুয়েল মাজহার, অমিতাভ পাল, মুজিব মেহদী, মজনু শাহ, ফেরদৌস মাহমুদ, সফেদ ফরাজী, জুয়েল মোস্তাফিজ প্রমুখ ।

সংখ্যাটি প্রকাশ সম্পর্কে প্রচ্ছদপৃষ্ঠার শুরুতে ‘সম্পাদকীয়র বদলে’ শিরোনামে লেখা হয়েছে ‘খোলামন’ কবিতা পত্রিকা সেই সব হতভাগ্য মানুষের স্মৃতিতে প্রকাশ করছে মুক্তিযুদ্ধ এবং বিজয়ের চারদশকে বাংলাদেশের চল্লিশ কবির কবিতার সংকলন। খোলামনের পক্ষ থেকে বাংলাদেশের প্রিয় কবিদের অভিনন্দন। ’

 

বাংলাদেশ সময় ১৮১২, মার্চ ১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad