ঢাকা, মঙ্গলবার, ৩ বৈশাখ ১৪৩১, ১৬ এপ্রিল ২০২৪, ০৬ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

সময় শোনে না কথা

নির্মল চক্রবর্তী | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০১২
সময় শোনে না কথা

সময় শোনে না কথা
যত বলি দাঁড়া, দাঁড়া।
দু’দণ্ড বসে যা ছাতিম তলায়।


গাছের ছায়ায় বসে, জুড়াস গায়ের মেশা ঘাম।
সারাদিন ছুটোছুটি, হাঁটাহাঁটি ক্লান্ত শরীর—
না হয় বসেই যাবি গাছের ছায়ায়।

সকাল পেরিয়ে যায়, দুপুরের খাবার সময়।
কাটারী ভোগের চালে ধোঁয়া ওঠা ভাত।
তিঁতে ডাল, সুক্তো চচ্চরী আর মৌরলার ঝোল।
খাওয়া দাওয়া শেষ করে একটু গড়াস।
শীতলপাটিতে শুয়ে একটু তন্দ্রামত এলে—
আহা! আহা! কথাটাতো শেষ করে যাবি।

সময় শোনে না কথা— কিছুতেই মানে না বারণ।
যত আমি পিছু ডাকি, সময় ... ... য় ... সময়।
তবুও চলছে ছুটে কিছুতেই বসতে শেখেনি।

সময়ের ছুটে চলা আমাকেও সতত ভাবায়।
বয়স যাচ্ছে বেড়ে, সময়ের সাথে ছুটে চলে,
প্রতি পলে, প্রতিটা সময়।

বাংলাদেশ সময় ১৩২৬, ফেব্রুয়ারি ২৯, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad