ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

শিল্প-সাহিত্য

জীবন ইসলামের বইয়ের মোড়ক উন্মোচন করলেন গণপূর্তমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

ঢাকা:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী অ্যাডভোকেট আব্দুল মান্নান খান মোড়ক উন্মোচন করেছেন সাংবাদিক জীবন ইসলামের লেখা ৬ষ্ঠ উপন্যাস ‘রোকেয়ার সংসার’।

রোববার সকালে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন।



প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশের মানুষ এবং মানুষের বাস্তব কাহিনী এ বইয়ের মাধ্যমে ফুটে উঠেছে।

তিনি বলেন, বইটি  আমার সম্পূর্ণ পড়ার সুযোগ হয়নি, তবে আমার মনে হয়েছে এই বই থেকে বাংলাদেশের মানুষের বাস্তব জীবন সম্পর্কে অনেক কিছু জানার রয়েছে।

সাংবাদিক এরশাদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠনে বিশেষ অতিথি ছিলেন ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, তথ্য অধিদপ্তরে প্রধান তথ্য কর্মকর্তা হারুন-অর-রশিদ, সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল এম সাখাওয়াত হোসেন।

শুভ প্রকাশনীর সহযোগিতায় ‘রোকেয়ার সংসার’ বইটি মৃদুল প্রকাশন থেকে বের হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।