ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

নাটোরে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

জেলা প্রতিনিধি | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২
নাটোরে ৭ দিনব্যাপী বইমেলা শুরু

নাটোর : নাটোরে জেলা পরিষদ মিলনায়তন চত্বরে সাত দিনব্যাপী একুশের বইমেলা শুরু হয়েছে।

স্থানীয় ভিক্টোরিযা লাইব্রেরির উদ্যোগে ও জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় এই বইমেলার আয়োজন করা হয়েছে।



মঙ্গলবার রাত ৮টার দিকে মেলার উদ্বোধন করেন রাজশাহী বিভাগের অতিরিক্ত কমিশনার স্বপন কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক  জাফর উjøvn, জেলা পরিষদ প্রশাসক সাজেদুর রহমান খান ও পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান।  

ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক রশীদুজ্জামান সাদী বাংলানিউজকে জানান, মেলায় মোট ২৩টি স্টল রয়েছে। এছাড়াও মেলায় প্রতিদিন আবৃত্তি, রচনা প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, লোকনাট্য প্রতিযোগিতা, নাটক ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকছে।

মেলা প্রতিদিন বেলা ৩টা থেকে শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময় : ০৯৩৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad
welcome-ad