ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

একুশের চেতনা মনকে শুদ্ধ করে: শিমুল মুস্তাফা

মহিউদ্দিন মাহমুদ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০১২

বইমেলা থেকে:  ভাষার মাস আর একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির পরিচয়, বাঙালির প্রেরণা। একুশের চেতনা মানুষের মনকে শুদ্ধ করে বলে মনে করেন আবৃত্তি শিল্পী শিমুল মুস্তাফা।



একুশ নিয়ে বাংলানিউজের সঙ্গে অনুভূতি প্রকাশকালে তিনি এসব কথা বলেন।

শিমুল মুস্তাফা বলেন, ‘ইবাদতের পর আত্মা যেমন পরিশুদ্ধ হয়, তেমনি একুশের চেতনা দিয়ে মন শুদ্ধ করা যায়। সব সময় মানুষের আবেগ অনুভূতি এক থাকে না। বিশেষ বিশেষ মাস ও দিনে ৫২’র ভাষা আন্দোলনের রক্তঝরানোর শোক শক্তিতে পরিণত হয়। মানুষ নতুনভাবে উজ্জীবিত হয়। ’

তিনি বলেন, ‘রক্তঝরা ভাষা আন্দোলনের শোককে কেন্দ্র করে গড়ে ওঠা চেতনা আর মাসব্যাপী বইমেলা থেকে পুরো বছরটিকে সুন্দর কাটাতে সুস্থ চিন্তার দিক খুঁজে পাওয়া যায়। যার ফলশ্রæতিতে মানুষ সারা বছর অশুদ্ধভাবে কথা বললেও ভাষার মাস এলে সচেতন হয়ে যায়। ’

‘এ মাসে গণমাধ্যমসহ সবখানে শুদ্ধ উচ্চারণ আর সঠিক ভাবে ভাষা প্রয়োগের প্রয়োজনীয়তা আলোচিত হতে থাকে। এর মাধ্যমে মানুষ দিনে দিনে ভাষা প্রয়োগের বিষয়ে সচেতন হচ্ছে। শুদ্ধ ভাষা ব্যবহারকারীদের সংখ্যা বাড়ছে। ’

তিনি সবাইকে শুদ্ধভাবে ভাষা ব্যবহারের সচেতনতা ও একুশের চেতনা সারা বছর ধরে রেখে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বাংলাদেশ সময়: ১৩০৫ ঘণ্টা, ফেব্রæয়ারি ২১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।