bangla news

নজরুলের জন্মবার্ষিকীতে শিল্পকলা একাডেমিতে নৃত্য 

ফিচার রিপোর্টার | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২০-০৫-২৫ ৫:৪১:৪৬ পিএম
ভিডিও প্রদর্শনী

ভিডিও প্রদর্শনী

ঢাকা: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২১তম জন্মবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমি নিবেদন করেছে ‘শান্তির জয় হোক, সাম্যের জয় হোক’ শীর্ষক আয়োজন।

সোমবার (২৫ মে) দুপুর ৩টায় শিল্পকলা একাডেমির ফেসবুক পেজে এ আয়োজনটি প্রচার করা হয়।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির 'আর্ট এগেইন্সট করোনা' শীর্ষক আয়োজনের অংশ হিসেবে এবং কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে সঙ্গীত ও নৃত্যের সংমিশ্রণে তৈরি এই ভিডিওটি প্রচার করা হয়। এর পরিকল্পনা করেছেন শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এবং সম্পাদনা করেছেন আসিফ মুহাম্মদ মোসাদ্দেক।

আয়োজনের পরিবেশনায় অংশ নিয়েছেন শিল্পী লায়লা ইয়াসমিন লাবণ্য, ইমন আহমেদ, শাহনাজ শারমিন অনন্যা, নাইমুজ ইনাম নাইম, সুমাইতাহ্ তাবাসসুম খানম লগ্ন, মো. এস কে জাহিদ এবং মিফতাহুল বিনতে মাশুক।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ২৫, ২০২০
এইচএমএস/এএ

        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিল্প-সাহিত্য বিভাগের সর্বোচ্চ পঠিত

Alexa
cache_14 2020-05-25 17:41:46