ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শুদ্ধস্বর’র ৭ দিনব্যাপী একক বইমেলা শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২

ঢাকা: ইংরেজী নববর্ষ উপলক্ষে শুদ্ধস্বরের ৭ দিনব্যাপী একক বইমেলা শুরু হয়েছে। রোববার সকাল ১১টায় শাহবাগস্থ সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে মেলার উদ্বোধন করেন বিশিষ্ট লেখক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।



এ সময় গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক আলম তালুকদার এবং দেশের বিশিষ্ট লেখক-প্রকাশকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, ‘বর্তমান পণ্যতান্ত্রিক সময়ের বিরুদ্ধে জ্ঞানভিত্তিক-মানবিক সমাজ বিনির্মাণের লড়াইয়ে প্রধান উপাদান হচ্ছে বই। জ্ঞানকাণ্ডের নানান বিষয়ে সুনির্বাচিত বই প্রকাশের মাধ্যমে শুদ্ধস্বর বাংলাদেশে একটি রুচিশীল বই সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ’

শুদ্ধস্বর এর প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী বলেন, ‘দিন বদল করতে হলে অবশ্যই মানুষের মনকে জাগাতে হবে। এ জাগরণের লক্ষ্য নিয়ে শুদ্ধস্বর মানসম্পন্ন বই প্রকাশ এবং তা সহজে সর্বস্তরের পাঠকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছে। ’

মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশনে বই বিক্রি হচ্ছে। রোববার থেকে শুরু করে আগামী শনিবার পর্যন্ত এ বই মেলা চলবে।

বাংলাদেশ সময়: ২০৪৩ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।