ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শুরু হলো ‘শুদ্ধস্বর’-এর ৭দিনব্যাপী একক বইমেলা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১২
শুরু হলো ‘শুদ্ধস্বর’-এর ৭দিনব্যাপী একক বইমেলা

নববর্ষ উপলক্ষে শুদ্ধস্বরের ৭দিনব্যাপী একক বইমেলা শুরু হলো আজ। ১ জানুয়ারি ২০১১ সকাল ১১টায় শাহবাগস্থ সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বরে বেলুন উড়িয়ে মেলা উদ্বোধন করেন বিশিষ্ট লেখক অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

এ সময় গণগ্রন্থাগার অধিদপ্তরের পরিচালক আলম তালুকদার এবং দেশের বিশিষ্ট লেখক-প্রকাশকবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর বলেন, বর্তমান পণতান্ত্রিক সময়ের বিরুদ্ধে জ্ঞানভিত্তিক-মানবিক সমাজ বিনির্মাণের লড়াইয়ে প্রধান উপাদান হচ্ছে বই। জ্ঞানকাণ্ডের নানান বিষয়ে সুনির্বাচিত বই প্রকাশের মাধ্যমে শুদ্ধস্বর বাংলাদেশে একটি রুচিশীল বই সংস্কৃতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শুদ্ধস্বর-এর প্রকাশক আহমেদুর রশীদ চৌধুরী বলেন, দিন বদল করতে হলে অবশ্যই মানুষের মনকে জাগাতে হবে। এ জাগরণের লক্ষ্য নিয়ে শুদ্ধস্বর মানসম্পন্ন বই প্রকাশ এবং তা সহজে সর্বস্তরের পাঠকের কাছে পৌঁছে দেবার চেষ্টা করছে।

মেলায় ৩০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত কমিশনে বই বিক্রি হচ্ছে।

বাংলাদেশ সময় ১২২১, জানুয়ারি ০১,২০১২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।