ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

নতুন বছরে

রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১১
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে সেমিনার

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশত জন্মবার্ষিকী উপলক্ষে বাংলা একাডেমী ১ ও ২ জানুয়ারি ২০১২ দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করেছে।

১ জানুয়ারি রবিবার সকাল ১০ টায় একাডেমীর সেমিনার কক্ষে সার্ধশত জন্মবার্ষিকীতে রবীন্দ্র-মূল্যায়ন শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন ড. কেতকী কুশারী ডাইসন, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম এবং গবেষক মীনা দাঁ।

আলোচনা করবেন অধ্যাপক শঙ্খ ঘোষ, অধ্যাপক পবিত্র সরকার এবং অধ্যাপক সোনিয়া নিশাত আমিন। সভাপতিত্ব করবেন অধ্যাপক আনিসুজ্জামান।

২ জানুয়ারি সোমবার সকাল ১০ টায় রবীন্দ্রসাহিত্যের সমালোচনার সমস্যা শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক সনৎকুমার সাহা এবং অধ্যাপক ফকরুল আলম। আলোচনা করবেন কথাসাহিত্যিক হাসনাত আবদুল হাই, সাংস্কৃতিক ব্যক্তিত্ব আতাউর রহমান এবং অধ্যাপক মোহীত উল আলম। সভাপতিত্ব করবেন বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান।

বাংলাদেশ সময় ১২২৩,  ডিসেম্বর ৩১, ২০১১

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।