ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

শুরু হতে যাচ্ছে নতুন বছরে শুদ্ধস্বরের একক বইমেলা

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১১
শুরু হতে যাচ্ছে নতুন বছরে শুদ্ধস্বরের একক বইমেলা

‘মন জোগাতে নয়, মন জাগাতে’ এই ভাবনাকে ভিত্তি করে ২০০৬ সালে শুদ্ধস্বর গ্রন্থপ্রকাশনা জগতে যাত্রা শুরু করে। গত কয়েক বছর যাবত শুদ্ধস্বর সাহিত্য, বিজ্ঞান, দর্শন, সমাজ, রাজনীতি ইত্যাদি নানা বিষয়ে দুই শতাধিক বই প্রকাশ করেছে।

আসন্ন নতুন বছরকে সামনে রেখে `শুদ্ধস্বর` শাহবাগে সুফিয়া কামাল কেন্দ্রীয় গণগ্রন্থাগার প্রাঙ্গনে ৭ দিনব্যাপী একক বইমেলার আয়োজন করেছে।

শুদ্ধস্বর বরাবরই প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি মেধাবী ও সৃষ্টিশীল তরুণ লেখকদের বই গুরুত্বের সাথে প্রকাশ করে থাকে।

বইমেলা উপলক্ষে শুদ্ধস্বর প্রকাশিত বই ৩০% থেকে ৭০% পর্যন্ত মূল্য ছাড়ে বিক্রি হবে।

১ জানুয়ারি ২০১২ সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন সাহিত্যিক বোরহানউদ্দিন খান জাহাঙ্গীর।

 

বাংলাদেশ সময় ১৭৪৮, ডিসেম্বর ২৯, ২০১১

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad