ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

শিল্প-সাহিত্য

পেন বাংলাদেশ’র আলোচনা-কবিতা পাঠ অনুষ্ঠিত

শিল্প-সাহিত্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০
পেন বাংলাদেশ’র আলোচনা-কবিতা পাঠ অনুষ্ঠিত

ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পেন বাংলাদেশ’র উদ্যোগে আলোচনা ও কবিতা পাঠ অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাজধানীর কাঁটাবনে কবিতা ক্যাফেতে ওই অনুষ্ঠান হয়।

পেন বাংলাদেশের ভাইস প্রসিডেন্ট অধ্যাপক অাহমেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনটির জেনারেল সেক্রেটারি মুহম্মদ মহিউদ্দিন।

 

এতে অালোচনায় অংশ নেন- ভয়েস অব আমেরিকার মাল্টিমিডিয়া সম্প্রচারক কবি আনিস আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অতিথি শিক্ষক গোলাম মোস্তফা, বাংলা একাডেমি অস্ট্রেলিয়ার পরিচালক আকাশ অানোয়ার, সংবাদ পাঠক ও শিক্ষক সালাউদ্দীন আহমেদ, অরূপ তালুকদার প্রমুখ।  

কবিতাপাঠ ও আলোচনায় অংশ নেন- কবি মালেকা ফেরদৌস, হাসান মাহমুদ, ফারুক সুমন, রফিকুল ইসলাম, আহমেদ আবিদ রুমী, জাহিদ সোহাগ, সাকিরা পারভীন, তালুকদার লাভলীসহ কলকাতা ও সিডনী প্রবাসী কবি ও সংস্কৃতিকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১৩৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৮, ২০২০ 
এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।